| |
               

মূল পাতা রাজনীতি অন্যান্য একদিন পিছিয়ে শুক্রবার এনডিএমের ‘মুক্তি সমাবেশ’


একদিন পিছিয়ে শুক্রবার এনডিএমের ‘মুক্তি সমাবেশ’


রহমত নিউজ ডেস্ক     27 July, 2023     06:07 AM    


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দেয়া চলমান সরকার পতনের এক দফা দাবি আদায়ের যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে  ‘মুক্তি সমাবেশ’-এর ডাক দিয়েছিল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। তবে বিএনপি মহাসমাবেশ পেছানোর কারণে দলটিও তাদের ‘মুক্তি সমাবেশ’ পিছিয়েছে। শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে মালিবাগ মোড়ে অবস্থিত এনডিএমের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে।

বুধবার (২৬ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন দলটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান জনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান সরকার বিরোধী আন্দোলনের যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে এনডিএম ঘোষিত ‘মুক্তির সমাবেশ’ বৃহস্পতিবারের (২৭ জুলাই) এর পরিবর্তে শুক্রবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় মালিবাগ মোড়ে অবস্থিত দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

এর আগে শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সঙ্গে এনডিএম এর প্রতিনিধিদলের বৈঠক হয়। সেখানে বলা হয়, বিএনপির এক দফা ও সরকার পতনের যুগপৎ আন্দোলনে এখন থেকে অন্যান্য দলের পাশাপাশি মাঠে থাকবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।   তখন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছিলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির সঙ্গে কাজ করবো। পাশাপাশি বিএনপি যুগপৎ আন্দোলনে যেসব কর্মসূচি ঘোষণা করবে, সেগুলো আমরা আমাদের মতো করে পালন করবো, আলাদাভাবে। আমাদের একদফা হলো এ ফ্যাসিস্ট সরকারের পতন।